লাইনচু্যত বগি উদ্ধার

ঈশ্বরদীতে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ০০:০০

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
সাত ঘণ্টা পর পাবনার ঈশ্বরদীতে তেলবাহী ও মালবাহী ট্রেনের লাইনচু্যত দুটি বগি উদ্ধার করা হয়েছে। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার সকালে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফী নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় সাত ঘণ্টা পর লাইনচু্যত হওয়া দুটি ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়। এরপর ঈশ্বরদী থেকে ঢাকা ও খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে মালবাহী ট্রেনের ধাক্কায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচু্যত হয়। এতে ঢাকার সঙ্গে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, দুর্ঘটনার কারণে ঈশ্বরদীর সহকারী স্টেশন মাস্টার, পার্বতীপুর থেকে খুলনাগামী ট্রেনের এলএম ও এএলএকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।