শোক সংবাদ

প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নিজামুল হক ব্রাহ্মণবাড়িয়া শহরের হালাদারপাড়ার বাসিন্দা বিশিষ্ট ক্রীড়াবিদ মো. নিজামুল হক সোমবার রাত সোয়া ৮টায় হালদারপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান। মঙ্গলবার বাদ জোহর স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে জানাজা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া আব্দুল সালাম কাজী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের টাট্টিবুনিয়া গ্রামের বাসিন্দা, সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মো. আব্দুল সালাম কাজী (৮৫) সোমবার রাত ১০টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় টাট্টিবুনিয়া সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্‌ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা আবু তালেব মিয়া গলাচিপা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, গলাচিপা পৌরসভার প্রথম সাবেক সফল মেয়র, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. আবু তালেব মিয়া (৯৫) মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সকাল ১০টায় পৌর হ্যালিপ্যাড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্‌, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন গভীর শোক প্রকাশ করেন। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা