বগুড়ায় গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী স্বর্গ নিহত

প্রকাশ | ২০ এপ্রিল ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়া শহরের উপ-শহর এলাকায় সুবিল খালের ওপর নির্মিত সেতুর কাছে বৃহস্পতিবার রাতে দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে শহরের শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনাম ওরফে স্বর্গ (২৬) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও বার্মিজ চাকু উদ্ধার করেছে। পুলিশ জানায়, স্বর্গ তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে একটি হত্যাসহ সাতটি মামলা ছিল। সে শহরের খান্দার এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে। তার বাবা লিয়াকত আলীও পেশাদার খুনি হিসেবে পরিচিত ছিল। ২০০৪ সালের ১০ অক্টোবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিয়াকত নিহত হয়। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপ-শহর এলাকায় সুবিল খালের ওপর নির্মিত সেতুর কাছে দু'দল সন্ত্রাসীর গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর পুলিশ সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, লাশের পরিচয় জানার জন্য অনুসন্ধানকালে জানা যায় তার নাম রাফিদ আনাম ওরফে স্বর্গ। তিনি বলেন, 'স্বর্গের বিরুদ্ধে একটি হত্যা, তিনটি চাঁদাবাজি ও তিনটি অস্ত্রের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।