সাবেক এমপি হুমায়ুন কবির হিরু
প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০
বরগুনা সদর আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হুমায়ুন কবির হিরু মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাতে তিনি বরগুনা জেলার বেতাগী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত হুমায়ুন কবির হিরু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের ভিডিও ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার শফিকুল ইসলাম আরিফের (সুমন) বড় মামা এবং জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শুক্রবার বিকালে বেতাগী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষ রাষ্ট্রীয় মর্যাদায় বেতাগী সিকদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।