ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি সাত্তার, দেলোয়ার সাধারণ সম্পাদক

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঘোড়াশাল পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পলাশ উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে মো. আবদুস সাত্তারকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করেছেন কাউন্সিলররা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের দিকনির্দেশনামূলক বক্তব্য রখেন। জাগোদল থেকে বিএনপির সঙ্গে থাকা নতুন নির্বাচিত সভাপতি মো. আবদুস সাত্তারের নেতৃত্বে নতুন কমিটি দল ও দেশের স্বার্থে সর্বদা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঈন খান।