শোক সংবাদ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
খবির উদ্দিন নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কমরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাস্টার (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে কমরদহ গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে কমরদহ ঈদগাহ মাঠে ইউএনও আনোয়ার পারভেজের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা মোসাম্মৎ নূর খাতুন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের মহাসচিব এম. আবদুলস্নাহ এর মাতা মোসাম্মৎ নূর খাতুন (৭৩), সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৪ ছেলে, ৭ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার নিজ বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানাধীন আহাম্মদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামী প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদার কবরের পাশে তার লআশ দাফন করা হয়। তার মৃতু্যতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি মাহফুজুর রহমান মহল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, মাহফুজুর রহমান মহল তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর সোমবার দবাগত রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা শেষে মরকুন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেলসহ স্থানীয় নেতারা। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি আব্দুর রহিম বিশিষ্ট ব্যবসায়ী মুনামি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং গুলশান ক্লাব, ঢাকা ক্লাব ও উত্তরা ক্লাবের মেম্বার আব্দুর রহিম দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২২ এপ্রিল ভোরে গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ এশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি সহধর্মিণী, ৬ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের কুলখানি আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাইকে উপস্থিত থেকে দোয়া করার অনুরোধ জানিয়েছে পরিবার। গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট মো. সাইফুল বাহার মজুমদার। বিজ্ঞপ্তি