শোক সংবাদ

আ'লীগ নেতা সালেহ আহমেদ হায়দারের দাফন সম্পন্ন

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০

ফেনী প্রতিনিধি
ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, দাগনভুইয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক সদস্য সালেহ আহমেদ হায়দার গত সপ্তাহে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মরদেহ শনিবার রাতে বাংলাদেশ পৌঁছালে দলের নেতাকর্মী ও স্বজনরা গ্রহণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। রোববার সকালে দাগনভুইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীপুর গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ জেলা ও উপজেলার নেতারা মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।