রেলওয়ের বকেয়া বিল সকালে বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন, বিকালে পুনঃসংযোগ
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
দুই কোটি ১২ লাখ টাকা বিদু্যৎ বিল বকেয়া থাকায় ফের রেলওয়ের পূর্বাঞ্চল সিআরবি অফিসের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদু্যৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল। সোমবার সকাল ১০টার দিকে রেলওয়ের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদু্যৎ বিভাগ। তবে বিলের নিশ্চয়তা পাওয়ায় বিকাল ৪টার পর বিদু্যতের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।
রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, 'রেলওয়ে যেমন সরকারি প্রতিষ্ঠান তেমনি বিদু্যৎ বিভাগও সরকারি প্রতিষ্ঠান। বকেয়া বিলের টাকা দেবে সরকার তারা বাজেট দিলেই তো আমরা বকেয়া বিল পরিশোধ করতে পারব। তাই
বলে কি তারা বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। সেই মুহূর্তে যদি কোনো ট্রেন দুর্ঘটনা ঘটত তাহলে সে দায়ভার কে নিত?'
বিদু্যৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, '২ কোটি ১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় সোমবার সকালে রেলওয়ের সিআরবি অফিসের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিলের নিশ্চয়তা পাওয়ায় বিকাল ৪টার পর বিদু্যতের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।'
এর আগে গত মে মাসের ১৯ তারিখেও রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পিডিবি। পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দেওয়া হলে ওইদিন বিকালে বিদু্যতের লাইনে পুনঃসংযোগ দেওয়া হয়।