বিদু্যৎ বিল বকেয়া চমেক হাসপাতালের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
কোটি টাকার বিদু্যৎ বিল বকেয়া থাকায় এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি ভবনের বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদু্যৎ বিভাগ। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ডের একটি টিম হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কলেজের প্রশাসনিক ভবন, দুটি হোস্টেল, ভেনম রিসার্চ সেন্টার, ফরেনসিক ভবন, লাইব্রেরির বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বলেন, চমেক হাসপাতালের গত ৬ মাসের বিদু্যৎ বিল বাবদ ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া রয়েছে। ৫টি ডিপার্টমেন্টের মধ্যে কলেজের প্রশাসনিক ভবনের একটি মিটারের ৬০ লাখ টাকা বকেয়া আছে। হাসপাতালটিতে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে, তাই হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বকেয়া বিলের ব্যাপারে হাসপাতালের প্রধানকে বারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া বিল পরিশোধে কোনো ধরনের কার্যকরি প্রদক্ষেপ না নেওয়ায় আমরা বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের জুন ক্লোজিংয়ের কাজ চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, হাসপাতাল ও কলেজের মিটার আলাদা। হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। আর কলেজের বিদু্যৎ বিল বকেয়া থাকায় সোমবার সকালে সংযোগ বিছিন্ন করে দেয় বিদু্যৎ বিভাগ। গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে। এরপর ৬ মাসের বিলের বাজেট না থাকায় আর পরিশোধ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। পাশাপাশি বিদু্যৎ বিভাগকে অনুরোধ করেছি।