দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলামের সহধর্মিণী জাহানারা বেগম (৬৫) সোমবার সন্ধ্যায় মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সন্তানাদি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাজা মঙ্গলবার সকাল ১১টায় জ্ঞানাঙ্কুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজে শেষে গুলপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃতু্যতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।