উত্তরায় বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর উত্তরার আব্দুলস্নাহপুরে বাসচাপায় অজ্ঞাতনামা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককেও আটক করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা আব্দুলস্নাহপুর মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে উত্তরা-পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজিব হাসান জানান, ওই নারী ভবঘুরে এবং ভিক্ষাবৃত্তি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় ওয়ান স্টার পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রম্নত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।