উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

ঢাবি অধিভুক্তই থাকছে ঢাকার সাত কলেজ

প্রকাশ | ০১ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে। এসব কলেজের কার্যক্রম দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা থাকবে, যেখানে আলাদা রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তা-কর্মচারী থাকবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদের একটি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন। সেখানে এ সিদ্ধান্ত হয়। শফিকুল আলম বলেন, তারা আশা করছেন এ সিদ্ধান্তের ফলে আন্দোলন শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। দাবির মুখে কমিটির নাম বদল : অন্যদিকে, সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় গত ২৪ অক্টোবর একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। সেই কমিটির নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে অবশেষে কমিটির নামে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ অক্টোবর গঠিত কমিটির নাম 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে'-এর পরিবর্তে '৭ (সাত) কলেজের শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ সংক্রান্ত কমিটি' নির্দেশক্রমে করা হলো।