শোক সংবাদ

শিশির আলম

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব (৪৫) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের জহির উদ্দিনের ছোট ছেলে ও পেশায় একজন ঠিকাদার। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে বুকের ব্যথা দেখা দিলে সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। ভর্তির প্রক্রিয়া করতে না করতেই তিনি ইন্তেকাল করেন। এ খবরে তার গ্রামের বাড়ি যাত্রাপুরে শোকের ছায়া নেমে আসে। তার মৃতু্যতে এসএসসি '৯৫ ব্যাচ ও উপজেলা কৃষকদলসহ জেলা-উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।