গ্রিনলাইনের কল্যাণপুর শাখা সাময়িক বন্ধ

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
আন্তঃনগর বাসসেবা দেয়া প্রতিষ্ঠান গ্রিনলাইনের রাজধানীর কল্যাণপুর শাখা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাজধানীর কল্যাণপুর ও দারুস সালাম এলাকায় আন্তঃনগর বাস কোম্পানিগুলোর টিকিট কাউন্টারে অভিযান চালায় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মনিটরিং দল। এ সময় গ্রিনলাইন পরিবহনের এ শাখায় বাসের টিকিটের মূল্য তালিকা না থাকায় তা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন এবং আফরোজা রহমান এ অভিযানে নেতৃত্ব দেন। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক এবং অনিয়ম মুক্ত রাখতে অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশহিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রিনলাইন পরিবহনের কল্যাণপুর শাখায় টিকিটের মূল্য তালিকা প্রদর্শিত অবস্থায় না থাকায় শাখাটিকে ২০ হাজার টাকা জরিমানা এবং সাময়িক বন্ধ করে দেয়া হয়। ঢাকা থেকে বেনাপোল-যশোর রুটের টিকিট বিক্রি হয় এ শাখা থেকে। এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে যাত্রীদের কাছে বেশি মূল্যে টিকিট বিক্রির অপরাধে এসআর পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।