ছোটমণি নিবাসে ভালো আছে ফুটফুটে শিশুটি

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
হাসপাতালের বাথরুমে থেকে উদ্ধার হওয়া ফুটফুটে সেই নবজাতক ছোটমনি নিবাসে ভালো আছে। নিয়ম করে তাকে খাওয়ানো হচ্ছে ফরমুলা দুধ। খেয়াল রাখা হচ্ছে তার স্বাস্থ্যের দিকে। সোমবার আজিমপুরে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় ঢাকার ছোটমনি নিবাস কমপেস্নক্সের তৃতীয় তলায় কথা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে। ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক জুবলি বেগম রানু বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কিছুদিন আগে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করে। শিশুটি তাদের এখানে ভালো আছে। সময়মতো ওকে ফরমুলা দুধ খাওয়ানো হচ্ছে। তিনি বলেন, 'আমাদের রেজিস্ট্রেশন খাতায় শিশুটির কোনো নাম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়নি। এখন পর্যন্ত নবজাতকটি ভালো আছে। যতগুলো শিশু আছে তাদের স্বাস্থ্যগত সমস্যা হলেই সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। যদি কেউ শিশুটিকে দত্তক নিতে চায়, তবে আদালতের শরণাপন্ন হয়ে নিতে হবে।' গত ১৪ মে দুপুরের দিকে আগারগাঁও শিশু হাসপাতালের সি বস্নকের একটি বাথরুম থেকে নবজাতকটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে রাখা হয় কিছুদিন। পরে সুস্থ হলে নিয়ম অনুযায়ী আজিমপুর ছোটমনি নিবাসে হস্তান্তর করে। বর্তমানে সেখানেই আছে শিশুটি। বিষয়টি গণমাধ্যমসহ ফেসবুকে ভাইরাল হলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশুকে দত্তক নিতে শত শত নারী ফোন করেন পুলিশের কাছে। দত্তক নিতে আগ্রহী নারীদের পুলিশ জানিয়ে দেয় শিশুটিকে নিতে হলে আদালতের মাধ্যমে নিতে হবে।