রাজশাহীতে মহাসড়ক অচলের হুমকি দিলেন শিক্ষার্থীরা
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহীতে এবার মহাসড়ক অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুমকি দেওয়া হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন। অবিলম্বে দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।
এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন। আন্দোলনরতরা সড়কে শুয়ে প্রতীকী লাশের ওপর লাল সবুজের পতাকা বিছিয়ে দাবি আদায়ে বিভিন্ন সেস্নাগান দেন। এ সময় সড়কসহ নগরীর অলিগলিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, 'আমাদের দাবি ৬টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও কোনো সাড়া পাইনি। ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবি নিয়ে আলোচনা করবেন। আমরা সেই আলোচনা কী হয় তা দেখার অপেক্ষায় আছি। যদি দাবিগুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায়, তাহলে সারাদেশের শিক্ষার্থীরা
একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।'
এ সময় তিনি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন; ডিপেস্নামা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির পদমর্যাদা) প্রদান করে দ্রম্নত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রম্নত নিয়োগের ব্যবস্থা; অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু; গ্র্যাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা; ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার পস্ন্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা; মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল ও ডিপেস্নামা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা এবং বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু।