শোক সংবাদ

প্রকাশ | ২৩ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মুক্তিযোদ্ধা মীর আবদুল হান্নানের ইন্তেকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলার সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান (৭০) মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃস্পতিবার সকালে ফেনীর মিজান ময়দানে ও বাদ যোহর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে পৃথক জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব ছাগলনাইয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। মীর হান্নানের মৃতু্যতে যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী (অব.) কর্নেল জাফর ইমাম বীর বিক্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম প্রমুখ মীর হান্নানের মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি