শোক সংবাদ

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হাছেন আলী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ষোলপাই গ্রামের মুক্তিযোদ্ধা হাছেন আলী (৬৮) শুক্রবার রাত ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ... রাজিউন)। তিনি ১ স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় জানাজার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম রিয়াদ হাসান গৌরবের নেতৃত্বে গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি হুমায়ন রেজা নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক হুমায়ন রেজা (৯৬) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ... রাজিউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে শনিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতু্যতে পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পোরশা (নওগাঁ) সংবাদদাতা: তৈমুল ইসলাম রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর বড় ভাই তৈমুল ইসলাম (৬০) শুক্রবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে রেখে মারা যান। তার এ অকাল মৃতু্যতে শোক জ্ঞাপন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এবিএম ফুলবাড়ি স্কুল মাঠে জানাজা শেষে আম্মাজান কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। সর্বস্তরের সংবাদকর্মীগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা আব্দুর রসুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুর রসুল (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি ... রাজিউন)। শনিবার সকাল পৌনে ৮টায় সরাইল সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শনিবার বাদ জোহর কুট্টাপাড়া বড় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া