শাহজাদপুরে সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়নি

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারিভাবে এখনো ধান ক্রয় শুরু হয়নি। ফলে প্রান্তিক কৃষকরা হাট-বাজারের ফড়িয়া ও দালালদের কাছে পানির দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে প্রতি মণ ধানে কৃষকের লোকসান দিতে হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে গত ২৫ এপ্রিল থেকে সরাসরি ধান ক্রয়ের সরকারি নির্দেশনা থাকলেও শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অফিস অজ্ঞাত কারণে গত ২৮ দিনেও ধান ক্রয় শুরু করেনি। অথচ শাহজাদপুর উপজেলায় কৃষকেরা ধান কাটা শুরু করেছেন প্রায় ৩ সপ্তাহ ধরে। হাট-বাজারে ধানের আমদানি প্রচুর হলেও ক্রেতার অভাবে তারা পানির দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ইয়াসিন আলী বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাঠানো এ সংক্রান্ত চিঠি পেয়েছি। অচিরেই ধান ক্রয় শুরু করা হবে।