মিরপুরে গ্যাসের আগুন মা-বাবা, ভাইয়ের পর চলে গেল আব্দুলস্নাহ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার মিরপুরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে লাগা আগুনে দুই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় বাবা-মা ও ছোট ভাইয়ের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ বছর বয়সি আব্দুলস্নাহ। শুক্রবার সকাল সোয়া ৬টায় জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃতু্য হয় বলে জানিয়েছেন হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, আব্দুলস্নাহ শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিল। আব্দুলস্নাহকে নিয়ে এই অগ্নিকান্ডের ঘটনায় চারজনের মৃতু্য হলো। গত ১ ডিসেম্বর রাতে আব্দুলস্নাহর ছোটভাই ১০ বছর বয়সি মোহাম্মদ শরীরে ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে তাদের মা রুমা গত ৩০ নভেম্বর এবং বাবা খলিল ২৬ নভেম্বর মারা যান। গত ২৪ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-বস্নকের এক বাসায় আগুনের ঘটনায় খলিল, তার স্ত্রী ও তিন শিশুসহ ৭ জন দগ্ধ হয়। মোহাম্মদ ও আবদুলস্নাহর আরেক ভাই ইসমাইল শরীরে ২০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। চিকিৎসক শাওন এর আগে বলেছিলেন, খলিলের দুই সন্তান আবদুলস্নাহ ও মোহাম্মদের অবস্থাও আশঙ্কাজনক। অন্য পরিবারের দগ্ধ দুজন হলেন শাহজাহান (৩৫) ও তার স্ত্রী স্বপ্না (২৫)। শাহজাহানের শরীরের ৬ শতাংশ এবং স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।