ফুটপাত ও পার্কিংয়ের ৩০ দোকান উচ্ছেদ করল চসিক

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
নগরের আগ্রাবাদ এক্সেস রোডের ফুটপাত ও পার্কিংয়ে স্থাপিত ৩০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আগ্রাবাদ বাদামতলী মোড়সংলগ্ন এক্সেস রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এদিকে বুধবার রাতে কাজীর দেউড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে চসিক।