শোক সংবাদ

আব্দুলস্নাহ আল মামুন

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের পূর্ব ঘাগটিয়া গ্রামের বিএনপি নেতা ও নাইন ফাইন কোম্পানির সহকারী ম্যানেজার মো. আব্দুলস্নাহ আল মামুন শুক্রবার বিকালে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টার দিকে নামাজে জানাজা শেষে তাকে পূর্ব ঘাগটিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃতু্যতে বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেছেন। বাজিতপুর কিশোরগঞ্জ প্রতিনিধি