শোক সংবাদ

রকিবুল হোসেন তরফদার

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পশ্চিম ভূঞাপুর গ্রামের কৃতীসন্তান রকিবুল হোসেন তরফদার (৮৭) আর নেই। রোববার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রকিবুল হোসেন তরফদার বিএসসি দীর্ঘদিন সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভূঞাপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিক্ষাবিদ হিসেবে সম্মাননা পেয়েছেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আছর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাও তার জানাজায় অংশগ্রহণ করেন।