শিক্ষার্থী হত্যা মামলায় ফারুক-মানিক রিমান্ডে

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সামরিক বিমান পরিবহণ মন্ত্রী ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ৩ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা রোববার এই আদেশ দেন। সকালে আসামিদের আদালতে তোলা হলে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়; পরে আদালত তাদের গ্রেপ্তারে আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের শুনানি করেন বিচারক শাহিন রেজা।