জসিম উদ্দীন

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রবীণ সাংবাদিক জসিম উদ্দীন (৬৩) সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। জসিম উদ্দীন প্রায় ১৫ বছর মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি নওগাঁর মান্দায় ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের ধর্মীয় শিক্ষক ছিলেন। এক সময় তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকায়ও সাংবাদিকতা করতেন। তার মৃতু্যতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।