৫ মাস পর ভারতে ফিরে গেল ঢাকায় আটকেপড়া ট্রেন 'মিতালি'
প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রায় পাঁচ মাস পর ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরে গেল আন্তঃদেশীয় এক্সপ্রেস ট্রেন মিতালি। গত ১৭ জুলাই থেকে ট্রেনটি ঢাকায় আটকে ছিল। ট্রেনটি পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ঢাকা ও পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করত। শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনের সময় আটকে পড়ে ট্রেনটি। তবে কবে এই ট্রেন আবার চালু হবে তা এখনো স্পষ্ট নয়। রেলওয়ে সূত্রে জানায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিতালি ট্রেনটি নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ির উদ্দেশে রওনা হয়। চারটি বাতানুকূল এক্সিকিউটিভ কামরা, চারটি বাতানুকূল চেয়ার-কার ছাড়াও ব্রেকভ্যান ও পাওয়ার কার মিলিয়ে ১০ কামরার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করত। চিলাহাটি স্টেশনের স্টেশন মাস্টার হায়দার আলী জানান, বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে মিতালী এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশে আটকে পড়ে। মঙ্গলবার ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ১৯৬৫ সালের পর, ২০২২ সালের ১ জুন হলদিবাড়ি-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেনটির যাত্রা শুরু হয়। উলেস্নখ, বাংলাদেশ ভারতের মধ্য আন্তঃদেশীয় মোট তিনটি ট্রেন চলাচল করত। অপর দুটি ট্রেন হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা বন্ধন একপ্রেস। ১৭ জুলাই থেকে মিতালী, ১৯ জুলাই থেকে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ও ২০ জুলাই থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।