সাগরে নিম্নচাপ চার বন্দরে সতর্ক সংকেত

প্রকাশ | ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

যাযাদি ডেস্ক
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। নিম্নচাপের অবস্থান অনেক দূরে হলেও এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে শনিবারও কিছুটা বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছিল আকাশ মেঘলা। ?এই পরিস্থিতি আজ থেকে থাকবে না জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম শনিবার সকালে বলেন, 'নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা আছে। রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি হলেও খুব বেশি পরিমাণ হবে না। সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর আজ বৃষ্টির সম্ভাবনা নেই।' সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মো. শাহিনুল ইসলাম বলেন, 'আগামীকাল (আজ রোববার) থেকেই এই মেঘলা আকাশ এবং বৃষ্টিও কমে যাবে। তবে মঙ্গলবারের দিকে আবারও খানিকটা বৃষ্টি হতে পারে।' বরিশালে থেমে থেমে বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল। তিনি বলেন, 'শুক্রবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাত হয় প্রথমে। এরপর রাত ৩টা থেকে শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।' তবে বরিশাল বিভাগের সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না জানিয়ে মাসুদ রানা রুবেল বলেন, 'সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।' লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়া এ বৃষ্টি সামনে আরও এক থেকে দুদিন হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, 'বৃষ্টি চলমান থাকলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং বৃষ্টি বন্ধ থাকলে ভোররাতে কুয়াশা পড়বে। সেক্ষেত্রে দৃষ্টিসীমা ৫শ' থেকে ১ হাজার মিটারের মধ্যে চলে আসবে। আর বৃষ্টি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা নেই।' কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) বরিশালের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান জানান, মাঠে থাকা আমন ধান ৮০ শতাংশ কাটা হয়েছে। আর থেমে থেমে বৃষ্টি সরিষার বেলায় প্রভাব ফেলবে না। তবে এমন বৃষ্টি শাকসবজির জন্য বেশ উপকারী। অন্যদিকে থেমে থেমে বৃষ্টিতে শীতের মাত্রা বৃদ্ধিতে নগরবাসীর জীবন যাত্রায় কিছুটা ছেদ পড়েছে। অর্ধবেলা পার হলেও সূর্যের দেখা নেই বলে শীত যেন জেঁকে বসেছে বরিশালে। লক্ষ্ণীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি লঘুচাপের প্রভাবে শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে লক্ষ্ণীপুরে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার দুপুর পর্যন্ত চলমান ছিল। এতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। এদিকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতির দিকে রয়েছে। শনিবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা ছিল চারিপাশ। অন্যদিকে বৃষ্টির কারণে ক্ষেত থাকা পাকা ও আধাপাকা আমন ধান এবং শীতকালীন শাক-সবজি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। লক্ষ্ণীপুরের রামগতি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সোহরাব হোসেন বলেন, 'বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। আগামী এক থেকে দুইদিন এমন পরিস্থিতি থাকবে। বৃষ্টির সঙ্গে তাপমাত্রা আরও কমবে। এতে শীত বাড়তে পারে।' এদিকে আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।