নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যায়যাদি ডেস্ক
মো. হুমায়ুন
নরসিংদী সদর উপজেলায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. হুমায়ুন (২৭) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের নাগরাহাট এলাকার একরামুল হকের ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিল। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। পুলিশ জানায়, শনিবার রাতে পাঁচদোনা মোড়সংলগ্ন বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে এলাকার পরিচিত দুজন হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য খেলার মাঠের পাশে মাছের আড়তের কাছে মসজিদের দিকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই গুলির শব্দ পাওয়া যায়। মাঠে থাকা যুবকেরা এগিয়ে গিয়ে দেখেন, মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করার পর পালিয়ে যাচ্ছেন। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হুমায়ুন মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বলেন, 'ওই যুবকের মাথায় ও বুকে দুটি গুলিবিদ্ধ হয়েছিল।' নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'কে বা কারা ঠিক কী কারণে তাকে গুলি করে হত্যা করল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকান্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। আর মামলা প্রক্রিয়াদীন রয়েছে। হুমায়ুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।'