উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ২

বৈদু্যতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার অগ্নিকান্ডে পুড়ে গেছে বসত ঘরসহ নানা স্থাপনা -সংগৃহীত
কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে; পুড়ে গেছে শত শত বসত ঘরসহ নানা স্থাপনা। এ ঘটনায় দগ্ধ দুইজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-বস্নকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন। স্থানীয়দের বরাতে আরিফ হোসাইন বলেন, 'দুপুরে ওই ক্যাম্পের ডি-বস্নকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে সেখানে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।' আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এমন তথ্য দিয়ে ওসি বলেন, 'স্থানীয়রা ধারণা করছেন, বৈদু্যতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।' কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান আরিফ হোসাইন।