মোহাম্মদপুরে বাস মালিককে ছুরি মেরে হত্যা
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর মোহাম্মদপুরে কর্মীর ছুরিকাঘাতে এক পরিবহন ব্যবসায়ীর মৃতু্যর খবর দিয়েছে পুলিশ। আদাবর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, 'জাপান গার্ডেন সিটির সামনে ছুরিকাঘাত করা হয় বাসমালিক স্বপনকে (৩৭)। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।' মোহাম্মদপুর ও উত্তরার মধ্যে চলাচল করা রুটে ভূঁইয়া পরিবহনে স্বপনের বাস রয়েছে। সোহেল নামের এক ব্যক্তি তার একটি বাস চালান।
ওসি বলেন, 'বুধবার রাত ৮টার দিকে সোহেলের সঙ্গে টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয় স্বপনের। একপর্যায়ে সোহেল তাকে পেছন থেকে ছুরিকাঘাত করেন। ঘটনার সময় স্বপনের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।' ভূঁইয়া পরিবহনের একেক বাসের মালিক একেকজন। চুক্তির ভিত্তিতে এসব গাড়ি ভাড়া দেওয়া হয়। চালকরা নির্ধারিত টাকার বিনিময়ে মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে এসব বাস চালান।