পাবনায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, ঝরল ৬ প্রাণ

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

পাবনা ও সিরাজদিখান (মুন্সীগঞ্জ) ও ম কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল পস্নাজায় দুর্ঘটনা ঘটে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল পস্নাজায় ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এদিকে পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিন কৃষি শ্রমিক। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, 'বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাইভেট কারটি ছিটকে সামনে থাকা একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।' প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা এক শিশু নিহত হয়। আর আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে ৫ জনের মৃতু্য হয়। নিহতরা হলেন- আমেনা বেগম (৪৫), ইসরাত জাহান ইমু (২৫), রিহা (১১), আয়াত (৩) ও রুহি (৭) ও আব্দুলস্নাহ (৭)। এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, 'সকাল সাড়ে ১০টার দিকে সেতুর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল। তখন ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস থেমে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে চাপা দেয়। গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আহত ব্যক্তিদের ঢাকার স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতাল সূত্রে জানা যায় ছয় জন মারা গেছে।' 'ধলেশ্বরী টোল পস্নাজায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে টোল পস্নাজার কর্মী ও টহল সেনাসদস্যদের সহায়তায় দ্রম্নত সরিয়ে নেয়া হয়। এসময় ঘাতক বাসটিকে জব্দ করলেও চালাক ও হেলপার পালিয়ে যান। এদিকে ঘটনার পর সিসিটিভি ফুটেজে ধারণ করা দুর্ঘটনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিচ্ছে। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন ব্যক্তির মৃতু্য হয়। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি কেন বাসচালক টোল পস্নাজায় পৌঁছানোর সময় গতি কমাননি বা ব্রেক প্রয়োগ করেননি। বাসটি ঢাকা-কুয়াকাটা রুটে চলাচল করে।' এদিকে, পাবনার সাঁথিয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ। নিহতরা হলেন- সাথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দোহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, 'ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে চড়ে নিজ এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক করিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আহত হন আরও পাঁচজন।' স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল লতিফ।