আগামী বিজয় দিবসের আগেই গণহত্যাকারীদের বিচার করা হবে

সংলাপে আইন উপদেষ্টা

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
জুলাই-অগাস্টের গণহত্যাকারীদের বিচার আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে উদযাপন করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 'ঐক্য, সংস্কার ও নির্বাচন' শীর্ষক জাতীয় সংলাপে আসিফ নজরুল বলেন, 'জুলাই গণহত্যার যে বিচারকাজ আমরা শুরু করেছি, আমরা আশা করছি সামনের বছর বিজয় দিবসের আগে এ বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ের মাধ্যমে সেলিব্রেশন করব।' ছাত্রজনতার আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে চলে যাওয়ারা পর তারেএবং তার দলের অনেক মন্ত্রি-এমপির বিরুদ্ধে বহু মামলা হয়েছে। ওই আন্দোলনে 'গণহত্যা' চালানোর অভিযোগে শেখ হাসিনাসহ বেশ কয়েকজন মন্ত্রি ও নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে। গণহত্যার দুটি অভিযোগে ট্রাইবু্যনাল থেকে হাসিনাকে গ্রেপ্তারে পরোয়ানাও জারি হয়েছে। আসিফ নজরুল বলেন,'আওয়ামী লীগ সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা মানবতাবিরোধী অপরাধ হয় নাই। বিদায়ী সরকারের আমলে কমপক্ষে চারটা মানবতাবিরোধী অপরাধ হয়েছে। একটা হ"েছ জুলাই-অগাস্ট হত্যাকান্ড, একটা হ"েছ বিডিআর হত্যাকান্ড, একটা হ"েছ শাপলা হত্যাকান্ড আর ধারাবাহিকভাবে চলা গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ড। আমাদের সরকার যতদিন আছে এই চারটা গণহত্যার বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার তা আমরা অবশ্যই করব।' গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ থেমে যাওয়ার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ আমলে কোনো 'রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইন হয়নি'। তিনি বলেন, 'তারা সংবিধান সংশোধন করে বলেছিল রাজনৈতিক দলকেও শাস্তি দেওয়া যাবে। তখন তারা আইনে কোনো বিধান আনে নাই। আমাদের এখান থেকেও যখন দাবি এসেছিল (রাজনৈতিক দলের শাস্তির) তখন আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাব করেছিলাম। রাজনৈতিক দলকে শাস্তির ব্যাপারে আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে অধিকাংশ উপদেষ্টা মতামত দিয়েছেন, তাহলে বিচারটা ডাইভার্ট হয়ে যাবে, তারা বলার সুযোগ পাবে এটা বিচারের উদ্দেশ্যে করা হয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। তাছাড়া দল নিষিদ্ধ করার অন্যান্য আইনে অনেক বিধান রয়েছে; সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনে আইনে রয়েছে, এমনকি স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে করা সম্ভব। করতে চাইলে তো অনলাইনেই করা সম্ভব। তাই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য যে আইন রয়েছে সেখানে নতুন করে এটা আনার দরকার নাই। তাই মতামতের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে।' বিডিআর বিদ্রোহের গ্রেপ্তারদের জামিনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বাধার সৃষ্টি করা হয়নি মন্তব্য করে তিনি আরও বলেন, 'আমাদের প্রসিকিউটরই ছিল না, প্রসিউটার সব পালিয়ে গিয়েছিল। দেওয়া হয়েছে অল্প কিছুদিন আগে।' বিগত সরকারে আমলে দায়ের হওয়া গায়েবি মামলায় আদালত থেকে পরোয়ানা জারি হলে ্তুবিষয়টি দেখবেন্থ বলেও জানান তিনি। অনুষ্ঠানে এক প্রশ্নে তিনি বলেন, 'হাছান মাহমুদ-ওবায়দুল কাদেরের মত বদমাইশরা কেন পালিয়ে যেতে পেরেছেন সে প্রশ্ন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। অবশ্যই এটি আমাদের সরকারের একটি কালেক্টিভ ব্যার্থতা তবে এটি আইন মন্ত্রণালয়ের কাজ না।' অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে সাধারণত 'টপ কমান্ডার' বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয় বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে। চিফ প্রসিকিউটরকে এই অধিবেশনে সঞ্চালক মনির হায়দার প্রশ্ন করেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের যে সক্ষমতা আছে, তা গণহত্যা, গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের এত বড় পরিধির বিচারের জন্য কি যথেষ্ট?' জবাবে ট্রাইবু্যনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ট্রাইবু্যনালের ১০ জন প্রসিকিউটর ও ১৭ জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তাদের প্রধান লক্ষ্য হ"েছ গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যাঁরা মাস্টারমাইন্ড (মূল হুতা), যারা একদম সর্বো"চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছিলেন প্রাধান্য দিয়ে, তাদের বিচার করা। সে ক্ষেত্রে এই ট্রাইবু্যনাল হাজার হাজার মানুষের বিচার করতে পারবে না এবং সেই লক্ষ্যে অগ্রসরও হ"েছন না তারা। সারা দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল। এর সঙ্গে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশ কর্মকর্তার সম্পৃক্ততা ছিল। দেশব্যাপী সবকিছুর বিচার করতে গেলে এই ট্রাইবু্যনালের পক্ষে তা সম্ভব নয় বলেও জানান চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর নিচের দিকে কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রাধান্য দেওয়া হ"েছ। তাজুল ইসলাম আরও বলেন, দ্রম্নততম সময়ের মধ্যে তাঁরা তাঁদের বিচার শেষ করতে চান। সেই সক্ষমতা তাঁদের আছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের মামলা ও সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা যাবে, বলেন তিনি। দেশব্যাপী যত অপরাধ হয়েছে, সে জন্য বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং সাধারণ আদালতে বিচার চলছে, সেটা চলবে বলেও জানান তাজুল ইসলাম। তিনি বলেন, 'সেই বিচার করতে কত সময় লাগবে, সেটা সংশ্লিষ্ট আদালত বলতে পারবেন।' দুই দিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তাজুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের অনেক প্রাধান্য আছে। কিন্' সবচেয়ে বড় প্রাধান্য হ"েছ যারা দেশটাকে খুন ও গুমের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, যারা ছাত্র-জনতার রক্তে এই বাংলার মাটি রঞ্জিত করেছে, তাদের বিচার এক নম্বর প্রাধান্য। এই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপস্নবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ইসলামসহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে ডিজিএফআই,র্ যাব ও ডিবি বিলুপ্ত করার দাবি জানান।