প্রশাসনের কর্মকর্তাদের পদক্ষেপে ৪৮ জন নাগরিকের উদ্বেগ

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাম্প্রতিক কর্মকান্ডকে 'দেশবিরোধী অপতৎপরতা' আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ৪৮ নাগরিক। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দেশ-বিদেশে বসবাসরত এসব ব্যক্তি বলেন, 'কিছুদিন ধরে আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখতে পাচ্ছি যে, রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের কাজে মনোনিবেশ না করে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে। তাদের এই কাজ আমাদের ফ্যাসিস্ট আমলের কথাই মনে করিয়ে দেয়।' আগের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসন ক্যাডারদের 'অভূতপূর্ব ক্ষমতা ও সুবিধা' দিয়েছিল অভিযোগ করে এতে বলা হয়, 'এর বিনিময়ে প্‌?শাসন ক্যাডার এবং পুলিশ সার্ভিস ছিল সেই স্বৈরাচারী সরকারের অবৈধ, অগণতান্ত্রিক পথে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার প্রধানতম সহযোগীদের অন্যতম। এমনকি ৫ অগাস্টের পর পুলিশ বাহিনী, সামরিক বাহিনীর নেতৃত্ব হাসিনার সরকারের দুঃশাসনের সহযোগী হিসেবে দ্বায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে কিন্তু প্রশাসন ক্যাডার থেকে এরকম কোনো ক্ষমা চাওয়া তো দূরের কথা, দ্বায় স্বীকারোক্তিও আসেনি। তাই পুরো দেশ যখন সংস্কারের পক্ষে তখন প্রশাসন ক্যাডাররা সংস্কার বন্ধ করার জন্য যেভাবে ন্যাক্কারজনকভাবে চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।' উপসচিবের শতভাগ পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়লে 'সব ভুল বোঝাবুঝির অবসান' ঘটবে বলে আশা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।