ডা. আফতাব উদ্দিন সরকার

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল স্বনামধন্য চিকিৎসক, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডা:এ কে এম আফতাব উদ্দিন সরকার (৯৩) শুক্রবার সকাল ৭টায় বার্ধ্যক্য জনিত কারনে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না... রাজিউন)। তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন,নাতি- নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ বাদ জুম্মা ধানমন্ডি ৭ এর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ২ টায় নিজ ইউনিয়ন গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে ঢাকা মিরপুর স্ত্রী'র কবরের পাশে দাফন করা হয়েছে। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার মৃতু্যতে গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলস্নাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপস্নব, সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহম্মেদসহ প্রেস ক্লাবের অপরাপর কর্মকর্তা ও সদস্যগণ গভীর শোক প্রকাশ করে তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।-গৌরীপুর( ময়মনসিংহ)