জাতীয় রাজস্ব বোর্ড বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী অন্তিম চক্রবর্তী মানু (৪৪) রোববার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (লোকান দিব্যান স্ব গচ্ছতু)। তিনি পিতা, স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
অন্তিম চক্রবর্তী দুপচাঁচিয়া পৌর এলাকার শহরতলা মহলস্নার বীর মুক্তিযোদ্ধা অধির চক্রবর্তী বেজুর ছেলে ও উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশিরের কাকাতো ভাই।
সোমবার সকালে দুপচাঁচিয়া কেন্দ্রীয় মহাশ্মশান কালীবাড়িতে তার দাহকার্য অনুষ্ঠিত হয়। তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স, সহসভাপতি কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস, সহসাধারণ সম্পাদক এম,ডি শিমুল, কোষাধ্যক্ষ গোলাম মুক্তাদির সবুজ, দপ্তর সম্পাদক আবু রায়হান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক খাইরুল ইসলাম দেওয়ান, সদস্য শহীদুর রহমান, আবু কালাম আজাদ, আবু রায়হান প্রাং প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি