বিডিয়ার বিদ্রোহের ঘটনায় নিরাপরাধ সদস্যদের মুক্তির দাবিতে বিডিয়ার পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যরা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার দিকে পদযাত্রা শাহবাগ পর্যন্ত গেলে তাদের আটকে দেয় পুলিশ -ফোকাস বাংলা
বিডিআর হত্যাকান্ডের পুনঃতদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বুধবার দুপুরের দিকে শাহবাগ থানার সামনে হাজারো ছাত্র-জনতার পদযাত্রাটি আটকে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যরা সেখানেই অবস্থান নেন।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কেও।
গত কয়েকদিন ধরেই বিডিআর হত্যাকান্ডের পুনঃতদন্তের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। এরই অংশ হিসেবে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি।
শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন সরকারের ডাকে সারা দেশ থেকে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে যুক্ত হন। তারা চান, এ ঘটনায় যেসব বিডিআর সদস্য এখনো কারাগারে আটক আছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক। একইসঙ্গে যাদের বিনাকারণে চাকরিচু্যত করা হয়েছে তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে।
বুধবার দুপুরের আগে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন ভুক্তভোগীরা। পরে সহস্রাধিক লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় আইনশৃঙ্খলাবাহিনী। পরে তাদের সঙ্গে কথা বলে তাদের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার বাসভবনে নিয়ে যাওয়া হয়।
যাওয়ার আগে মাহিন সরকার মাইকে ঘোষণা দেন, 'আপনারা যারা এখানে এসেছেন, সবাই শান্ত হোন। আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করবো। আমরা ফিরে আসা পর্যন্ত এখানেই অবস্থান কর্মসূচি পালিত হবে। আর আমরা ফিরে আসার পর আমরা যা সিদ্ধান্ত দেবো, আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন।'