শাহবাগে বিডিআরের সাবেক সদস্যদের 'বস্নকেড'
প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
যাযাদি রিপোর্ট
দুই ঘণ্টার মধ্যে দাবি মানতে সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগে 'বস্নকেড' তুলে নিয়েছেন চাকরিচু্যত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা।
বৃহস্পতিবার বিডিআর বিদ্রোহ মামলার শুনানি ঘিরে দিনভর নানা নাটকীয়তা চলে। এদিকে ন্যায়বিচার নিশ্চিত, কারামুক্তি, চাকরিতে পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর সদস্যদের স্বজন এবং চাকরিচু্যত সদস্যরা আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থান নিয়ে সমাবেশ করেন। পরে দুপুর দেড়টার দিকে তারা শহীদ মিনার থেকে শাহবাগ মোড় 'বস্নকেড' করতে রওনা দেন। সেখানে প্রায় ঘণ্টা দুই অবস্থান নেন তারা। এতে আশেপাশের সব রাস্তায় যানজট সৃষ্ট হয়। পরে তারা সরকারকে দুই ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ বস্নকেড তুলে নিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দেয়া হয়।
শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, 'দাবি না মানলে কঠোর কর্মসূচির পরিকল্পনা আছে।'
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রম্নয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় করা মামলা দুটিতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। হত্যা মামলার আসামি ছিল ৮৫০ জন; অপরদিকে বিস্ফোরক আইনের মামলাটিতে ৮৩৪ জনকে আসামি করা হয়।
\হ