ভারত বিশ্বাস করে হাসিনার পতনে হাত নেই যুক্তরাষ্ট্রের

সাংবাদিকদের সুলিভান

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
জেক সুলিভান
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দাবি করেছেন ছাত্র-জনতার অভু্যত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্যান্য ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। ভারত সফর থেকে ফিরে স্থানীয় সময় শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুলিভান এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাইডেন প্রশাসনের একটি উলেস্নখযোগ্য সফলতা মার্কিন-ভারত সম্পর্ক যা উভয় দেশের মধ্যে আস্থা এবং কৌশলগত বিনিয়োগে মাধ্যমে গড়ে উঠেছে। সুলিভানকে প্রশ্ন করা হয়, মার্কিন 'ডিপ স্টেট' ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ভারতে ক্ষমতাসীন বিজেপ্তি এই প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি নিয়ে তার মন্তব্য কী। তাকে যুক্তরাষ্ট্রের 'ডিপ স্টেটের নেতৃত্বদানকারী' হিসেবে দেখা হয়, এমন অবস্থান থেকে তিনি কীভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? জবাবে সুলিভান বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করতে চাই যে, আমি ডিপ স্টেটের নেতৃত্বে আছি এবং সেই সঙ্গে এই ধারণাও প্রত্যাখ্যান করব যে, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর পেছনে আমেরিকার হাত ছিল। বিষয়টি একেবারেই অবাস্তব। জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি মনে করি না যে, তারাও এটা বিশ্বাস করেন। এর আগে, বাংলাদেশের অন্তর্র্ব‌তী সরকারের উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেন সুলিভান। সে সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কখন হতে পারে, সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলায় এবং বাংলাদেশে রাজনৈতিক ও নির্বাচন-ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করায় অন্তর্র্ব‌তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস