সাবেক সংসদ সদস্য নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার
প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া, তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।