জবি শিক্ষার্থীদের ৩ দফা

অনশন প্রত্যাহার 'কমপিস্নট শাটডাউন' অব্যাহত

জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সোমবার ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে 'কমপিস্নট শাটডাউন' পালন করেন শিক্ষার্থীরা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ০০:০০

জবি প্রতিনিধি
জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সোমবার সচিবালয়ের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা -স্টারমেইল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পাশাপাশি মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি পুরোপুরি শাটডাউন থাকবে। সোমবার সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব। তিনি বলেন, আমাদের তিনটি দাবির মধ্যে দুটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। বাকি একটি আলোচনা সাপেক্ষে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন প্রত্যাহার করছি। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সোমবার ক্যাম্পাসের মূল ফটকসহ বিভিন্ন অনুষদের ভবনে তালা ঝুলিয়ে 'কমপিস্নট শাটডাউন' পালন করেছেন শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলন করে এক ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সচিবালয় ঘেরাও ও আমরণ অনশনের হুঁশিয়ারী দেন তারা। কিন্তু এ সময়ের মধ্যে সরকারের কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে ঘোষণা অনুযায়ী বিকালে পদযাত্রা নিয়ে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অনশনে বসেন তারা। এদিকে, জবি ইসু্যতে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বুধবার সভা ডেকেছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। অন্যদিকে রোববার থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের অনশনে ১৫ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে যাত্রা করেন। বিকাল পৌনে পাঁচটার দিকে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। এর আগে সকালে তিন দফা দাবিতে গণ-অনশন পালনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে 'কমপিস্নট শাটডাউন' ঘোষণা করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মূল ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ছাড়া এদিন মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিকে 'অস্পষ্ট' উলেস্নখ করে তা সংশোধনের দাবি জানানো হয়। অনশনকারীরা জানান, মন্ত্রণালয় তাদের দাবির বিষয়ে সুস্পষ্ট কোনো আশ্বাস দেয়নি। তারা চিঠি সংশোধনের দাবি জানান এবং দ্রম্নত সুনির্দিষ্ট রূপরেখাসহ নতুন চিঠি না পেলে রাতে সচিবালয়ে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অনশনরত শিক্ষার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, 'আলটিমেটাম (বেঁধে দেওয়া সময়) অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছি। সচিবালয়ের ফুটপাতে আমরা আমাদের অনশন কর্মসূচি চালিয়ে যাব।' শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রম্নত শুরু এবং শেষ করতে হবে; যত দিন আবাসনব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে জবি ক্যাম্পাসে গণঅনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত ৯টা থেকে ১১টার মধ্যে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের জবি মেডিকেল সেন্টারসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছাত্ররা অনেকে অসুস্থ হয়ে পড়ায় কর্মসূচি চালিয়ে নিতে রাত ২টার দিকে গণঅনশনে বসেন অর্ধশতাধিক ছাত্রী। তারা সকাল পর্যন্ত সেখানে অবস্থান নেন। রোববার রাতে অনশনে গুরুতর অসুস্থ হওয়া শিক্ষার্থীদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সাতজন শিক্ষার্থীকে সেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। বৈঠকে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। এরপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমাদের দাবির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। জবি ইসু্যতে কাল সভা শিক্ষা মন্ত্রণালয়ের সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক নোটিশে জবি ইসু্যতে আগামীকাল বুধবার মন্ত্রণালয়ের সভা আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের আওতাধীন 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প' শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। নোটিশে সভার আলোচ্যসূচি হিসেবে বলা হয়, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর; অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ। এ ছাড়া নোটিশে ওই সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার বা প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করা হয়।