নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম শামসুর রহমান (৫৯) সোমবার মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে।
কলেজ সূত্রে জানা যায়, তিনি হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। বরিশাল বাসায় থাকাকালীন বেলা ১১টার দিকে অসুস্থ হওয়ায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃতু্যতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় সহকর্মীরা তার শিক্ষার প্রতি অবদান এবং মানবিক গুণাবলির প্রশংসা করেছেন।