ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে 'জাতিগত সংখ্যালঘু' শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে পাঠানো এক বার্তায় এই নিন্দা জানানো হয়। বার্তায় বলা হয়, 'এ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এরইমধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী অন্যদেরও শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সব দুষ্কৃতিকে বিচারের আওতায় আনা হবে। জুলাইয়ের গণঅভু্যত্থানের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছে যে, গণসহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং গোঁড়ামির কোনো স্থান বাংলাদেশে হবে না।