রাজেন্দ্রপুর চৌরাস্তায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে গাজীপুরের ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। শুক্রবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর চৌরাস্তায় দুই শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে তাদের সাত মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন। তবে মহাসড়কের এক পাশে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের ব্যাঘাত ঘটেনি।
ভুক্তভোগী শ্রমিকরা বলেন, 'আমাদের অনেক সহকর্মী ২০০৬ সাল থেকে এবং তারও আগে থেকে এ কারখানায় চাকরি করছেন। গত সাত মাস ধরে বকেয়া বেতনসহ প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটের টাকা পাইনি। অনেক সহকর্মীর কারখানা কর্তৃপক্ষের কাছে ৮ থেকে ১০ লাখ টাকা পাওনাও রয়েছে। আমাদের বেতনসহ অন্যান্য পাওনা সাত মাস ধরে আটকে রেখেছে কর্তৃপক্ষ। বেতন না পাওয়ায় আমাদের মানবেতর জীবন পার করতে হচ্ছে। বারবার মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েও আমাদের বেতন পরিশোধ করছে না।'
যত দ্রম্নত সম্ভব তাদের বকেয়া পরিশোধের দাবি জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, 'এক বছর আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ডের টাকা, নারী শ্রমিকদের প্রসূতিকালীন সময়ের টাকা এখনও পরিশোধ করেনি মালিকপক্ষ। শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার ইতোমধ্যে মালিককে সুদমুক্ত ১৩ কোটি টাকা ঋণ দিয়েছেন।