রোববার ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন -যাযাদি
ভোলায় নৌপরিবহণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগ প্রমাণিত হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, 'আমরা যতই সেতু তৈরি করি না কেন নৌ পরিবহণের গুরুত্ব অনেক বেশি। এক সময় আমরা নৌ পরিবহণের ওপর নির্ভরশীল ছিলাম। তাই বর্তমানে যারা প্রাইভেট নৌ পরিবহণ চলান তাদের খেয়াল রাখতে হবে যাত্রীরা যাতে কোনো হয়রানির শিকার না হন। নৌ পরিবহণে নির্ধারিত ভাড়ার চেয়ে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডবিস্নটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রজলা প্রশাসক আজাদ জাহান প্রমুখ।