মহাপরিচালক পর্যায়ের সম্মেলন নিয়ে রাখঢাক নেই :বিজিবি
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
যাযাদি রিপোর্ট
আগামী মাসে ভারতে বিজিবি-বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ে যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সংবামদমাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে ভাষ্য বাংলাদেশের সীমান্ত রক্ষাবাহিনীর। বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ২১ ফেব্রম্নয়ারি ভারতের নয়া দিলিস্নতে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টাও করা হয়নি।'
দৈনিক ইনকিলাবে গত ২৪ জানুয়ারি 'বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ধরনের প্রতিবেদন বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করে বাহিনীর তরফে বলা হয়েছে, ফেব্রম্নয়ারির মাঝামাঝিতে যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে তা গত ২৭ ডিসেম্বর ফেসবুক পোস্টে জানিয়ে দেওয়া হয়েছিল।
এই পোস্টের ওপর ভিত্তি করে দেশের সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এছাড়া সীমান্ত সম্মেলনের বিষয়টি তুলে ধরেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ভুত পরিস্থিতিতে 'বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে থেকে বিরত থাকার জন্য' সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি।