সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৫, ০০:০০

হদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিলস্নাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোহিত তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী সালাম প্রমুখ।