ভাষার সঠিক উপলব্ধি কেউই করেনি
অধ্যাপক শহীদ ইকবাল চেয়ারম্যান, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাবি প্রতিনিধি
ভাষা লড়াই একটা সাংস্কৃতিক লড়াই, আত্মসম্মানের লড়াই। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে জনগণ ভাষার জন্য রক্ত দিয়েছিল। দুঃখের বিষয় হলো, বাংলা ভাষাকে 'রাষ্ট্রভাষা' করা আবার তাকে 'আন্তর্জাতিক মাতৃভাষা' কেন করা হলো তা আমাদের স্বাধীনতার দীর্ঘদিনেও কোনো সরকার উপলব্ধি করতে পারেনি। শুধু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলা একাডেমি তৈরি করা তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না।
আমাদের ভাষা অথচ কোনো সাইনবোর্ড বাংলায় নেই। বিশ্ববিদ্যালয়ের নাম বাংলা নেই। আদালতে বাংলার তেমন অস্তিত্ব পাওয়া যায় না। এমনকি আজকাল আন্তর্জাতিক মাতৃভাষার কোনো প্রোগ্রাম হলেও সেখানে সবকিছু ইংরেজি। অথচ আমরাই ভাষা নিয়ে আন্দোলন করেছি, বাংলা ভাষার সংস্কার চাইছি।
চীন বা জাপানে গেলে আমাদের সেখানকার ভাষা শিখতে হয়। জার্মানির হেলমুট কোহল বহুদিন সেদেশের চ্যান্সেলর ছিলেন কিন্তু তিনি জার্মান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। সেখানে গেলেও বাধ্যতামূলক জার্মান ভাষা শিখানো হয়। কিন্তু আমাদের দেশে বাইরে থেকে কেউ আসলে তাদের বাধ্যতামূলক বাংলা ভাষা শেখানো হয় না। চীন, জাপান, জার্মানির মতো যদি দেশ করতে পারে আমরা কেন করতে পারবো না। আমাদের দেশের সুশীল সমাজরাও এটা নিয়ে উদ্যোগ নিতে পারেনি।