শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দলটির আহ্বায়ক নাহিদসহ ছাত্র আন্দোলনের বিপস্নবীরা -স্টার মেইল
সব জল্পনা-কল্পনা শেষে তরুণদের আকাঙ্খা পূরণের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ দলের নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।
মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ; সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। ২০২৪ সালের গণঅভু্যত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।
এসময় তিনি আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন।
বিকেল সোয়া ৪টার দিকে জুলাই অভু্যত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।
এর আগে স্স্নোগানে স্স্নোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন ছাত্র-জনতা। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
\হ
\হ১৫১ সদস্যের কমিটি ঘোষণা :এদিকে, তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। দলটির সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুজনের নাম ঘোষণা করেন জুলাই গণ-অভু্যত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয়। আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণার পর দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।
আখতার হোসেন বলেন, নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা। মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে রয়েছেন হাসনাত আবদুলস্নাহ এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে রয়েছেন সারজিস আলম।
আখতার হোসেন আরও জানান, নতুন দলের মুখ্য সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে আবদুল হান্নান মাসউদ দায়িত্ব পালন করবেন। পরে দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম মুখ্য সংগঠকদের নাম ঘোষণা করেন তিনি।
এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে জুলাই গণ-অভু্যত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
যোগ দেন রাজনৈতিক দলের নেতারা : এদিকে, তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলে দলে জমায়েত হন মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে রাজনৈতিক নেতাদের সারিতে বসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও মহাসচিব শহীদ উদ্দিন মাহমুদ চৌধুরী, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বিপস্নবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকল্প ধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আজহারুল ইসলাম, এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও দিদারুল আলম, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
অনুষ্ঠানের সামনের সারিতে কূটনীতিকদের আসনে ছিলেন ঢাকার পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাঙ্গাল ও ঢাকায় ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত।
দেশের নেতৃত্ব উঠে আসবে
যোগ্যতার ভিত্তিতে:হাসনাত
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে 'একতার রাজনীতি' চালু করা হবে বলে মন্তব্য করেছেন নতুন আত্মপ্রকাশ করা 'জাতীয় নাগরিক পার্টির' (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুলস্নাহ।
তিনি বলেন, 'এ দেশ থেকে পরিবারতন্ত্র কবর দেওয়া হয়েছে। দেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে; কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। দেশে নেতৃত্ব উঠে আসবে যোগ্যতার ভিত্তিতে। সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না।'
বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ আহ্বায়ক বলেন, 'আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজ মুক্ত বাংলাদেশে যে সংসদ ভবনকে ফ্যাসিবাদমুক্ত করেছি, সেই সংসদ ভবনে যেতে আজ মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়িয়েছি।'
হাসনাত বলেন, 'লগি-বৈঠা থেকে শুরু করে ২০০৯ সালে দেশে 'ডিফেন্স অব ফাস্টলাইন' বিডিআরকে কীভাবে ভারতীয় আগ্রাসনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। স্পষ্ট বিডিআর হত্যাকান্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপর রাতের অন্ধকারে কীভাবে জোনোসাইড চালানো হয়েছে!'
তিনি বলেন, 'আপনারা দেখেছেন দেশে কীভাবে দিনের ভোট রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে; কীভাবে ডামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা ৫ অগাস্ট আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই সংসদ ভবনে কে যাবে, সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা।'
হাসনাত বলেন, 'দীর্ঘ দেড় দশকের সময়ে আমরা একটা জাতি গড়ে তুলতে পারিনি, বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। আমরা সুশাসন নিশ্চিত করতে পারিনি, স্বাধীন পুলিশ ও বিচার বিভাগ নিশ্চিত করতে পারিনি। আমরা প্রতিশ্রম্নতি দিতে চাই, স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করব আমরা, স্টেট ডেভেলপ করব।'
ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার
বিচার করতে হবে :সারজিস
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বৈরাচার ও খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, 'যারা বড় রাজনৈতিক দলে রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সে শিক্ষা নিতে পারি। আমরা দেশ ও জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি।'
সারজিস বলেন, 'আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দল-মতের ধর্ম-বর্ণের যে মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই, বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধীদের যত রাজনৈতিক দল ছিল, আপনাদের কৃতজ্ঞতা। বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা-কর্মচারী আছেন তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদির রাজনীতিতে লিপ্ত না হয় এবং আমরা যেন সবাই হাসিনাকে দেখে শিক্ষা নেই। আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সবসময়।'
সব দল নিয়ে বাংলাদেশ পুনর্গঠন
করা হবে: হান্নান মাসউদ
জুলাই অভু্যত্থানে উদ্দীপ্ত তরুণদের নেতৃত্বে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করার প্রতিশ্রম্নতি দেশবাসীর কাছে রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, 'আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার প্রবাল আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসনের ইতি ঘটে।'
তিনি বলেন, 'ক্ষমতা আঁকড়ে থাকতে ভোট কারচুপি, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অর্থ পাচারের জন্য সমালোচিত আওয়ামী লীগ সরকারকে বিদায় করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের' প্রতিশ্রুতি নিয়ে রাজনৈতিক দল গঠন করেছে।'
নবগঠিত এনসিপির এই সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, 'আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা ঘটতে তরুণরা দেবে না। আগামীর বাংলাদেশে সকল দল, মত নির্বিশেষে বসবাস করবে। তরুণদের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে, এটা দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রম্নতি।'
জনগণের উদ্দেশে হান্নান মাসউদ বলেন, 'আমরা আপনাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ, দখলদারমুক্ত বাংলাদেশ কায়েম করবেই করবে।'
মুক্তিযুদ্ধের পর থেকে ঐতিহাসিকভাবে বারবার প্রতারিত হয়ে আসার দাবি করে তিনি বলেন, 'আমার সামনে দাঁড়ানো এ লক্ষ ছাত্র-জনতা প্রত্যেকেই আজকের গণঅভু্যত্থান পরবর্তী ইতিহাসের সাক্ষী। এ ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণঅভু্যত্থানে নেতৃত্ব দিয়েছে।'