দেশে উৎপাদিত কিছু খাদ্যপণ্যে ভ্যাটছাড়

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশে উৎপাদিত বিস্কুট, লবণ, আটা, ময়দা, সুজিসহ বেশকিছু খাদ্যপণ্যের ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে সরকার। সোমবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এতে বলা হয়, উৎপাদন পর্যায়ে রাইসরিষা, কোলজা সিড ও ক্যানোলা অয়েলে আগামী জুন পর্যন্ত ভ্যাটছাড় থাকবে। সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর মেয়াদ কবে শেষ হবে তা বেঁধে দেওয়া হয়নি। ভ্যাট অব্যাহতি পাওয়া আরো পণ্যের মধ্যে রয়েছে- গুঁড়া মরিচ, ধনে, হলুদ, আদা, চালের কুঁড়ার তেল, সূর্যমুখী তেল, ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য। এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসে ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমদানি করে নিজেরাই ভোক্তার কাছে বিক্রি করে- এমন প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।