চট্টগ্রাম মেডিক্যালের ৩৯ গবেষককে অনুদান প্রদান

প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান দেওয়া হয়েছে। গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষকের মাঝে এ অনুদান প্রদান করেছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিএমইউ)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরও উন্নত করতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হবে।